জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত তিন দিনের টানা বৃষ্টিপাতের ফলে রাজধানীসহ জলমগ্ন শহরতলীর বিভিন্ন এলাকা পাশাপাশি বাদ যায়নি জেলাগুলিও বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী ত্রিপুরা জেলা। বুধবার সন্ধ্যায় চন্দ্রপুর বলদা খাল রোড এবং বিভিন্ন ত্রাণ-শিবির গুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী, পরিদর্শন কালে সাথে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
এদিন পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান এরকম প্রাকৃতিক দুর্যোগ আগে কখনো দেখা যায়নি। বিশেষ করে ত্রিপুরার মতো জায়গায় এটা কখনো কল্পনা প্রবণ ছিল না, এই বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ত্রিপুরা জেলা এবং গোমতি ত্রিপুরার একাংশ।
যদিও আজ দক্ষিণ ত্রিপুরায় যাওয়ার কথা ছিল কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় শহর লাগুয়া বিভিন্ন এলাকা পরিদর্শনে আসা পাশাপাশি যারা এই ত্রাণ শিবিরে উপস্থিত রয়েছেন তাদের যেন কোন প্রকার অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকার এবং দলের কার্যকর্তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাছাড়া এদিন তিনি সারা ত্রিপুরা রাজ্যে সর্বমোট ৩২০টি শিবির খোলা হয়েছে যেখানে প্রায় ৩০ হাজার লোক আশ্রয় নিয়েছে বলে জানান।