Site icon janatar kalam

শহরকে যানজট মুক্ত রাখতে যানবাহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা চাইলেন মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংবর্ধনার জোয়ারে ভাসছেন রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। সোমবার রাজধানীর দুর্গা চৌমুহনী বিপণী বিতানে বিধায়ককে সংবর্ধনা দেওয়া হয়। মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা মিনি ট্রাক এসোসিয়েশনের তরফে সংবর্ধনা দেওয়া হয়। এদিন সংগঠনের সাধারণ সভাও হয়।

উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা। বিধায়ক আলোচনা করতে গিয়ে শ্রমিকদের ধন্যবাদ জানান ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করায়।

পাশাপাশি শহরকে যানজট মুক্ত রাখতে যানবাহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করেন। কিছুদিন আগে মেয়র দুর্গা চৌমুহনী বিপণী বিতান পরিদর্শন করেছিলেন এবং সেখানে একটি সংগঠনের বেআইনি দখল উনার নজরে পড়েছিল। তাদেরকে সাত দিনের ভিতরে খালি করতে নির্দেশ দিয়েছিলেন। এদিন সংগঠনের লোকজন নিজেরাই মেয়রের হাতে চাবি তুলে দিলেন সেই ঘরের।

 

Exit mobile version