Site icon janatar kalam

শহরকে জলমুক্ত রাখতে এবং সৌন্দর্যের লক্ষ্যে আগরতলা পুর নিগম কাজ করে যাচ্ছে: মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরকে জলমুক্ত রাখতে এবং সৌন্দর্যের লক্ষ্যে আগরতলা পুর নিগম কাজ করে যাচ্ছে। শুক্রবার আগরতলার কের চৌমুহনী থেকে বিদূরকর্তা চৌমুহনী পর্যন্ত পরিদর্শনে গিয়ে এমনটা বলেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব, কাউন্সিলর সহ আরো অন্যান্যরা। এদিন তিনি বলেন, রাস্তার দুই পাশে ড্রেন নির্মান করতে গিয়ে অনেকের অভিযোগ ছিল।

সরকারি এবং খাস জমিতে ড্রেন নির্মাণ করা হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ রয়েছে ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই ব্যাক্তিগত মালিকানাধীন জমিতেও ড্রেন নির্মানের কাজ শুরু করেছে। এই বিষয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তাদের আশ্বাস দেন মেয়র। তিনি আরও বলেন, স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় উন্নয়নের কাজ জারি রয়েছে।

Exit mobile version