জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে শব্দ দূষণ রোধে পদক্ষেপ নীল পশ্চিম আগরতলা থানা। ডিজে সাউন্ডের নামে রাজ্য জুড়ে চলছে শব্দ দূষণ। এই ডিজে সাউন্ডের বাড় বাড়ন্তে অতিষ্ঠ সাধারন মানুষ। সম্প্রতি রাজ্য বিধানসভায়ও ডিজে সাউন্ড নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়। কিছুটা দেরিতে হলেও এবার ডিজে সাউন্ডের বিরুদ্ধে ময়দানে নামল আরক্ষা প্রশাসন।
কালী পূজার দশমীতে ডিজে সাউন্ড ব্যবহার করায় রবিবার রাতে পশ্চিম আগরতলা থানার পুলিশ একটি ডিজে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করে এবং ডিজে সাউন্ড সিস্টেমের সাথে থাকা দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পশ্চিম আগরতলা থানার ওসি জানান রামনগর থেকে একটা পূজা কমিটি ডিজে সাউন্ড নিয়ে কালী মায়ের মূর্তি বিসর্জন দিতে যায়।
মূর্তি বিসর্জন দিয়ে তারা উচ্চ মাত্রায় ডিজে সাউন্ড বাজিয়ে ফিরছিল। তখন থানার একটি অভিযোগ আসে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজেয়াপ্ত করা হয় ডিজে সাউন্ড সিস্টেম। এখন দেখার পুলিশ কঠোর ভূমিকা গ্রহণ করে কিনা?