জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শব্দবাজি পোড়াতে গিয়ে আহত দুই শিশু। বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন দুইজনই। শনিবার সকালে ঘটনাটি ঘটে জিরানিয়া মহকুমার চম্পকনগর পুলিস ফাঁড়ির অধীন শুভামনি পাড়ায়।
জানা গেছে এদিন সকালে এলাকার দুই শিশু মিলে বাজি পোড়ানোর সময় আঘাত পান। এতে তাদের শরীরের বিভিন্ন জায়গায় বারুদের আঘাত লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয় ও পরিবারের লোকজন মিলে চম্পকনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে জিবিতে রেফার করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।