জনতার কলম আগরতলা প্রতিনিধি :- সর্দার ভল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মদিন উপলক্ষ্যে আজ উদয়পুরে ইউনিটি মার্চ অনুষ্ঠিত হয়। গোমতী জেলা প্রশাসন এবং গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের উদ্যোগে ইউনিটি মার্চ উদয়পুর স্পোর্টস গ্রাউন্ড প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নিউ টাউন রোড ব্রহ্মাবাড়ি হয়ে মাতাবাড়িতে গিয়ে শেষ হয়। আজকের এই ইউনিটি মার্চের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, ভারতের লৌহমানব সর্দার ভল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এবং তারই আদর্শকে সবার মধ্যে ছড়িয়ে দিতে এই ইউনিটি মার্চের আয়োজন করা হয়েছে।
এটি শুধু একটি অনুষ্ঠান নয়- এটি একতা, শৃঙ্খলা, দেশপ্রেম এবং জাতীয় অখণ্ডতার প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতীক। সর্দার প্যাটেল ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য স্তন্ত। স্বাধীনতার পর শতাধিক দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতকে তিনি সুসংহত রূপে গড়ে তুলেছিলেন, তা ইতিহাসে এক বিরল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। তাঁর দূরদর্শিতা, কঠোর সিদ্ধান্তগ্রহণ ক্ষমতা ও অটল দেশপ্রেম ছাড়া এক ঐক্যবদ্ধ ভারত কল্পনাই করা যেত না।
তিনি বলেন, আজকের এই ইউনিটি মার্চ আমাদের মনে করিয়ে দেয়- জাতীয় ঐক্য কোনও ভাষা, জাতি, ধর্ম বা অঞ্চলের বিভাজন মানে না। ঐক্য মানে একসূত্রে আবদ্ধ এক অবিচ্ছেদ্য ভারত। সর্দার প্যাটেল বিশ্বাস করতেন, যদি দেশের মানুষ পরস্পরের প্রতি সৌহার্দ্য, সম্মান ও দায়িত্ববোধ বজায় রাখে, তাহলে ভারত উন্নয়নের শিখরে পৌঁছাতে বাধ্য। আজকের বিশ্বায়নের যুগে ঐক্যের এই মূল্যবোধ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, বর্তমানে নবীনরাই আগামী দিনে ভারত গড়বে। সর্দার প্যাটেলের আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমরা সকলেই যদি দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ করি, তবেই তার স্বপ্নের এক ভারত, শক্তিশালী ভারত বাস্তবে রূপ পাবে। এই র্যালিতে অংশগ্রহণ করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাখের, গোমতী জেলার পুলিশ সুপার ডা. কিরণ কুমার কে, সমাজসেবিকা সবিতা নাগ সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকগণ।

