Site icon janatar kalam

লোকালয়ে মস্তবড় অজগর উদ্ধার, চাঞ্চল্য চড়িলাম পুরানবাড়ি এলাকায়

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- সোমবার রাতে চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন পুরানবাড়ি এলাকায় এক মস্তবড় অজগর সাপকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বিনয় কর্মকারের পুকুরপাড়ে বাজার থেকে বাড়ি ফেরা কয়েকজন পথচারী প্রথমে সাপটিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে মুহূর্তেই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসে ঘটনাস্থলে এবং বিষয়টি জানান চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসে। খবর পেয়ে বিট অফিসার সুকান্ত দাস বনকর্মীদের নিয়ে দ্রুত পৌঁছে যান। বনকর্মীরা বিপজ্জনক পরিস্থিতি এড়িয়ে পেশাদারিত্বের সঙ্গে অজগরটিকে একটি বস্তার মধ্যে ভরে উদ্ধার করেন।

ঘটনা সম্পর্কে বিট অফিসার সুকান্ত দাস জানান, পুরানবাড়ি এলাকা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির একেবারে লাগোয়া হওয়ায় হামেশাই পাইথনসহ বিভিন্ন লুপ্তপ্রায় প্রাণী লোকালয়ে ঢুকে পড়ে। তাঁর কথায়, “এটি অস্বাভাবিক নয়। আমরা অজগরটিকে উদ্ধার করেছি এবং সিপাহীজলা চিড়িয়াখানার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, যাতে সাপটি নিরাপদে থাকতে পারে।”

গ্রামবাসী ও বনকর্মীদের দাবি, উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ১০০ কেজিরও বেশি। বিশালাকৃতি ওই সাপকে দেখতে ঐ রাতেই বহু কৌতূহলী মানুষের ভিড় জমে যায় এলাকায়।

Exit mobile version