জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফলাফল থেকে শিক্ষা নিয়ে ত্রিপুরার দুটি লোকসভা আসনের নির্বাচনের জন্য প্রস্ততি শুরু করে দিয়েছে কংগ্রেস ৷ লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস জেলা সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করছে ৷
কংগ্রেসের সবকটি শাখা সংগঠনকে সক্রিয় করে তোলার জন্য ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পদক্ষেপ করছেন ৷
এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ধর্মনগর সার্কিট হাউসে জেলা কংগ্রেস নেতৃত্বদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ৷
উক্ত সভায় আগামী লোকসভা নির্বাচনে সাংগঠনিক ভাবে কংগ্রেস দলকে কিভাবে শক্তিশালী করা যায়, এ বিষয়ে আলোচনা হয়েছে ৷ এছাড়া অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়েও এদিন আলোচনা হয়েছে ৷ উক্ত সভায় উপস্থিত ছিলেন, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, জেলা কংগ্রেসের সভাপতি অজিত দাস, প্রদেশ কংগ্রেসের সদস্য চয়ন ভট্টাচার্য এবং জেলা কংগ্রেসের সদস্য ইন্দ্রজিত পাল সহ আরো অন্যান্যরা ৷ রাজ্যের প্রতিটি জেলায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির ওপর নেতৃত্ববৃন্দ এদিন বিশেষ গুরুত্ব আরোপ করেছেন ৷