জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনে মানুষ নিজেদের অভিজ্ঞতার নিরিখে ভোট প্রদান করবেন। মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের মান- সম্মান মর্যাদা সবকিছু রক্ষিত করে তারা যাতে সুরক্ষিত থাকেন এই দৃষ্টিকোন থেকে। রবিবার দিল্লি থেকে আগরতলায় ফিরে এসে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই অভিমত ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা।
তিনি এদিন বলেন, রাজ্যের মানুষের গণতন্ত্রকে হরণ করে যারা ক্ষমতাসিন হয়েছেন তাদের বিরুদ্ধে লোকসভা ভোটে মানুষ প্রতিফলন ঘটাবে। রাজ্যের পশ্চিম লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন সকালে তিনি রাজ্যে ফিরে আসেন। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আসার পরে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রার্থীকে স্বাগত জানান দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যরা।
কংগ্রেসের প্রচুর কর্মী- সমর্থক সেখানে আগের থেকেই জড়ো হয়েছিলেন। বাইক মিছিল করে প্রার্থীকে শহরে নিয়ে আসা হয়। বেশ উৎসাহ লক্ষ্য করা যায় কংগ্রেস কর্মী- সমর্থকদের মধ্যে।