Site icon janatar kalam

লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে জয়লাভ করার জন্য এসি মোর্চা  তিনটি কর্মসূচি হাতে নিয়েছে : নিরুপম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই সংগঠনকে মজবুত করার কাজ করছে ত্রিপুরা রাজ্যের শাসক দল বিজেপি। পাশাপাশি বিভিন্ন মোর্চা গুলোকেও শক্তিশালী করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপির এস সি মোর্চার এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন এসসি মোর্চার সর্বভারতীয় সম্পাদক নিরুপম দাস। পাশাপাশি এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, এসি মোর্চার প্রদেশ সভাপতি অরবিন্দু দাস।

এদিনের এই বৈঠকে SC মোর্চার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসসি মোর্চার সর্বভারতীয় সম্পাদক নিরুপম দাস বৈঠক শুরুর আগে উপস্থিত সংবাদ মাধ্যমকে জানান, সাংগঠনিক কাজের জন্য তিনি রাজ্যে এসেছেন। তিনি আরো বলেন কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে এসসি মোর্চার উদ্যোগে তিনটি কর্মসূচি চলছে। এগুলি হল বস্তি চলো অভিযান, যুব সম্পর্ক এবং মহাদলিত সম্পর্ক। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদের এই কর্মসূচি। সমাজের একটি অংশের মানুষও যাতে লোকসভা নির্বাচনে বিজেপিকে বিপুলভাবে সমর্থন করে এই আহ্বানকে সামনে রেখে এখন কর্মসূচি চলছে।

 

 

Exit mobile version