জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়ন পত্র জমা পড়েছে ৯ টি। শেষদিনে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় দল ভারতীয় জনতা পার্টি ও কংগ্রেসের প্রার্থী। পশ্চিম আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার জানান, বৃহস্পতিবার হবে মনোনয়ন পত্র পরীক্ষা। সেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। ৩০ মার্চ মনোনয়ন পত্র প্রত্যহারের শেষ দিন।
রিটার্নিং অফিসার আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য প্রস্তুতিও হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের তরফে নির্দেশ এসেছে গরমের মরশুম তাই ভোট কেন্দ্র গুলিতে জল, ও আর এস ও ছাউনির ব্যবস্থা করার। কমিশনের পরামর্শ মতো এসব সুবিধা দেওয়ার চেষ্টা চলছে।