Site icon janatar kalam

লেনিনের মৃত্যু শতবর্ষ পালন

জনতার কলম প্রতিনিধি আগরতলা প্রতিনিধি :-ভ্লাদিমির ইলিচ লেনিনের মৃত্যু শতবর্ষ সারা বিশ্বের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালন করা হয়। তাঁর নেতৃত্বেই ১৯১৭ সালে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল। এই মহান বিপ্লবের নেতা লেনিনের মৃত্যু শতবর্ষ পালন করা হয় সিপিএম এর তরফে আগরতলায়ও। ১৯২৪ সালের ২১ জানুয়ারি ভি আই লেনিন প্রয়া ত হন। রবিবার সকালে মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে হয় অনুষ্ঠান।প্রথমে পতাকা উত্তোলন করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। এর পরে লেনিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন করেন জিতেন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, সুধন দাস, অমল চক্রবর্তী, মতি লাল সরকার সহ অন্যান্যরা।এদিন সিপিএম রাজ্য সম্পাদক বলেন, মৃত্যুর ১০০ বছর পরেও লেনিন সমান প্রাসঙ্গিক। এই পথ ধরেই আগামীতে পৃথিবীতে মুক্তি আসবে।মানব মুক্তি ঘটবে।লেনিনের মতাদর্শ, শিক্ষা কিভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে সেই কাজ শুরু হল।

Exit mobile version