Site icon janatar kalam

লেক চৌমুহনী বাজার নিয়ে প্রশাসনের কাছে বিস্তর অভিযোগ রয়েছে : মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লেক চৌমুহনী বাজারের অসামাজিক কাজকর্ম কোনমতেই বরদাস্ত করা হবে না ।মঙ্গলবার বাজারের ব্যবসায়ী এবং এলাকাবাসীদের নিয়ে আয়োজিত এক বৈঠকে পরিস্কার ভাষায় এই কথা জানিয়ে দিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার।

রাজধানীর লেক চৌমুহনী বাজারের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে মঙ্গলবার এলাকাবাসী ,ক্লাব প্রতিনিধি এবং বাজারের ব্যবসায়ীদের সাথে বৈঠকে মিলিত হন আগরতলা পৌর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, আগরতলা পৌর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব , পোলস্টার ক্লাবের সভাপতি, সম্পাদক,পুর নিগমের আধিকারিক সহ অন্যান্যরা।

বৈঠকে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পরিষ্কার ভাষায় জানিয়ে দেন ,উন্নয়নই হচ্ছে সরকার এবং পৌরনিগমের প্রধান লক্ষ্য। এই ক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা চাই। আগরতলার লেক চৌমুহনী বাজার নিয়ে বিশেষ করে বাজারের পরিচালন কমিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগগুলির প্রমাণ রয়েছে।

তিনি জানান ,বাজার উন্নয়ন কমিটির একাংশের এই ধরনের মানসিকতা থাকলে সরকার এবং আগরতলা পৌর নিগমের উন্নয়নমূলক কাজ ব্যাহত হবে। এর বিরুদ্ধে কেউ না হোক তিনি প্রতিবাদ করবেনই বলে জানান মেয়র। এদিন মেয়র আরো বলেন, যারা এই উন্নয়নমূলক কাজকর্মের সহযোগিতা করবেন নিগম এবং প্রশাসন তাদের পাশে থাকবে।

উল্লেখ্য লেক চৌমুহনী বাজার নিয়ে প্রশাসনের কাছে বিস্তর অভিযোগ রয়েছে। এই সমস্ত বিষয়গুলির অজস্র প্রমাণ রয়েছে। আগরতলা পৌর নিগমের মেয়র আগে একাধিকবার লেক চৌমুহনী বাজারের সমস্যার সমাধানে বাজার পরিদর্শন করেন। কিন্তু এরপরও লেক চৌমুহনী বাজারের অবৈধ কাজকর্ম গুলি ঠেকানো যাচ্ছে না। এবার বৈঠক করে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার।

Exit mobile version