জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লি আদালত প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ, প্রাক্তন বিহার মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী এবং RJD নেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ শিট জারি করার পর BJP এটি ‘গুরুত্বপূর্ণ’ ধরনের মামলা হিসেবে আখ্যায়িত করেছে।
আজ নয়াদিল্লিতে সংবাদমাধ্যমকে বক্তব্য দেওয়ার সময়, BJP নেতা রবি শঙ্কর প্রসাদ অভিযোগ করেন যে, রেলমন্ত্রী হিসেবে লালু প্রসাদ তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন এবং রাঁচি ও পুরীর IRCTC হোটেলের রক্ষণাবেক্ষণ চুক্তি প্রদানের জন্য টেন্ডার প্রক্রিয়ায় সরাসরি প্রভাব বিস্তার করেছেন।
তিনি আরও অভিযোগ করেন যে, লালু প্রসাদ জমির বিনিময়ে লোকদের চাকরি দিয়ে দিয়েছেন। পাশাপাশি, তিনি উল্লেখ করেন যে, RJD নেতা তেজস্বী যাদব বিহার পরিবর্তনের কথা বলেন, কিন্তু তাঁর বিরুদ্ধে এই দুর্নীতি মামলার চার্জ নিজেই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরে।