জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চীন নিয়ে এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করলেন যে চীন জমি কেড়ে নিচ্ছে, স্থানীয়রা জানিয়েছে চীনের সেনা ওই এলাকায় ঢুকে পড়েছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী বলে চলেছেন যে চীন এক ইঞ্চি জমিও নিতে পারিনি, তা সম্পূর্ণ ভুল। এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন এই নির্বাচনের পূর্বে রাহুল গান্ধী বেরিয়ে পড়েছেন লাদাখ ভ্রমণে সেখানে গিয়ে তিনি জনসংযোগ করলেন তখনই উনার সামনে উঠে আসে এই তথ্য। এদিকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী, এদিন প্যাংগং হ্রদের তীরে প্রয়াত বাবাকে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী।