Site icon janatar kalam

লাদাখ ইস্যুতে দিল্লিতে কেন্দ্রের উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির সঙ্গে বৈঠক

জনতার কলম ওয়েবডেস্ক :- লাদাখের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজ রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি লাদাখের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেছে। গত মাসে কেন্দ্রশাসিত এই অঞ্চলে সহিংসতার পর এটি প্রথম আনুষ্ঠানিক সংলাপ।

স্বরাষ্ট্রমন্ত্রকের উদ্যোগে গঠিত এই উচ্চপর্যায়ের কমিটির মাধ্যমে লেহ অ্যাপেক্স বডি (ABL) ও কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (KDA)-এর সঙ্গে নিয়মিত সংলাপের একটি কাঠামো তৈরি করা হয়েছে। লেহ-র প্রতিনিধিরা বৈঠকে রাজ্য মর্যাদা (Statehood) এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় লাদাখকে অন্তর্ভুক্ত করার মূল দাবি উত্থাপন করতে পারেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, এর আগের বৈঠকগুলিতে চাকরির সংরক্ষণ ও আবাসিক (Domicile) সংক্রান্ত দাবি ইতিমধ্যেই মিটিয়ে নেওয়া হয়েছে। এই বৈঠককে লাদাখের ভবিষ্যৎ সাংবিধানিক ও প্রশাসনিক কাঠামো নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Exit mobile version