জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। ফের পুলিশের হাতে ধরা পড়লো ৫ বাংলাদেশী নাগরিক। গোপন খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় পশ্চিম থানার পুলিশ লঙ্কামুড়া এলাকায় অভিযান চালায়। তাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর তারা স্বীকার করে বাংলাদেশী নাগরিক।
অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছে। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। যেসব দালালের মাধ্যমে বাংলাদেশী নাগরিকরা ভারতে এসেছে তাদের বের করার চেষ্টা করছে পুলিশ। অভিযোগ অবৈধ ভাবে বাংলাদেশী নাগরিকরা বিভিন্ন সীমান্ত এলাকা ডিঙ্গিয়ে ভারতে প্রবেশ করছে। ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে তারা যাওয়ার সময় ধরাও পড়ছে।