জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে দ্রুত আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে ভারত—এমনই মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ উত্তরপ্রদেশের লখনউ শহরের সরোজিনী নগর এলাকায় নিজের সংসদীয় কেন্দ্রের একটি ইভি (ইলেকট্রিক ভেহিকল) কারখানা উদ্বোধন করতে গিয়ে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী জানান, কেন্দ্র সরকার প্রতিরক্ষা উৎপাদন সংক্রান্ত একাধিক নিয়ম সহজ করেছে এবং প্রয়োজনীয় নীতি সংস্কার গ্রহণ করেছে। এর ফলে বিনিয়োগকারী ও শিল্পমহলের আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রাজনাথ সিং বলেন, একসময় যেখানে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ ছিল মাত্র ৪৬ হাজার কোটি টাকা, সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকায়।
তিনি আরও জানান, প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানির পরিমাণেও বিপুল বৃদ্ধি ঘটেছে। আগে যেখানে প্রতিরক্ষা রপ্তানি ছিল বছরে মাত্র ১ হাজার কোটি টাকা, বর্তমানে তা বেড়ে প্রায় ২৫ হাজার কোটি টাকায় পৌঁছেছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৯-৩০ সালের মধ্যে এই রপ্তানির অঙ্ক ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রীর মতে, এই অগ্রগতি দেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে আরও সুদৃঢ় করবে।

