Site icon janatar kalam

লক্ষ্মীছড়ার লোহার ব্রিজ ভেঙে, কিনাইচরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

জনতার কলম ওয়েবডেস্ক :-মঙ্গলবার দুপুরে কৈলাসহর গোবিন্দপুর থেকে কিনাইচর যাওয়ার পথে লক্ষ্মীছড়ার উপর নির্মিত লোহার ব্রিজ কংক্রিট বোঝাই ট্রিপার ও একটি ই-রিক্সাসহ ভেঙে পড়েছে। এই দুর্ঘটনার কারণে কিনাইচরের প্রায় এক হাজার পরিবার শহরের সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনায় ই-রিক্সা চালক এবং দুই মহিলা আহত হয়েছেন।

স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাঙা ব্রিজ পরিদর্শন করেন। তারা পূর্ত দপ্তরের চিফ এক্সিকিউটিভের কাছে তাত্ক্ষণিকভাবে মানুষের চলাচলের জন্য একটি নতুন সেতু নির্মাণের দাবি জানান।

জেলা প্রশাসনও ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা শাসক, জেলা পুলিশ সুপার, পুর পরিষদের চেয়ারপার্সন এবং মহকুমা শাসক সহ অন্যান্য কর্মকর্তারা ভাঙা সেতুটি ঘিরে পরিস্থিতি খতিয়ে দেখেছেন।

স্থানীয়রা পূর্ত দপ্তরের উদাসীনতার কারণে ক্ষুব্ধ, এবং দ্রুত পুনর্নির্মাণ না হলে শহরের যোগাযোগ সমস্যার কারণে দৈনন্দিন জীবন কঠিন হয়ে উঠবে বলে তারা মনে করছেন।

 

 

Exit mobile version