Site icon janatar kalam

লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ৯ হাজার টাকার বিনিময়ে বিক্রয় করে, এলাকাবাসীর হাতে ধরা পড়লো চোর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে ক্রমাগত বেড়ে চলেছে চুরির ঘটনা। এবার নিজ বাড়িতে চুরির ঘটনায় এক চোরকে আটক করে পুলিশে দিলেন এক ব্যক্তি। দুইদিন আগে প্রতাপগড় বসাক পাড়ার বাসিন্দা ফনি সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনা জানিয়ে তখনই পুলিশে মামলা দায়ের করা হয়। পুলিশ লোক দেখানো তদন্ত চালিয়ে যাচ্ছে।

কিন্তু চোরকে আটক করতে ব্যর্থ পুলিশ। বৃহস্পতিবার ফনি সাহা রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে সন্দেহজনক এক যুবককে আটক করে এলাকায় নিয়ে যান। এলাকায় নিয়ে গিয়ে একটি খুঁটির সাথে বেধে রাখেন।

ফনি সাহা জানান ধৃত যুবক স্বীকার করেছে সে চুরির সঙ্গে যুক্ত। সে আরও জানিয়েছে উনার বাড়ি থেকে চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালঙ্কার ৯ হাজার টাকার বিনিময়ে বিক্রয় করেছে। চোর আটকের খবর পেয়ে ছুটে যায় পুলিশ। অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

 

 

Exit mobile version