Site icon janatar kalam

লংকামুড়ায় দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহর ও এর পাশ্ববর্তী এলাকাগুলিতে চোরের উপদ্রব এখন অনেকটাই বেড়ে গিয়েছে। সুযোগ পেলেই হাত সাফাই করছে চোরের দল। শহর লাগোয়া লঙ্কামুড়া কর্মকার পাড়া এবং লংকামুড়া স্কুল পাড়ায় দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। কর্মকার পাড়ার জীবন শীলের বাড়ি থেকে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সাত ভরি স্বর্ণালংকার চোরের দল হাতিয়ে নেয়।

এদিকে লঙ্কামুড়া স্কুল পাড়ায় সাবিত্রী দেবের বাড়ি থেকে নগদ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে যায় চোরের দল। দুইটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। ফাঁকা বাড়ির সুযোগ নিচ্ছে চোরেরা। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত গৃহকর্তাদের বাড়িতে যান বড়জলার বিধায়ক সুদীপ দেব।

তিনি নিরাপত্তা ব্যবস্থা এবং নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নেশাগ্রস্তরা নেশার টাকা যোগানের জন্যে চুরি ছিনতাই এর কাজে নেমেছে বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিকারের জন্যে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

Exit mobile version