Site icon janatar kalam

রোহিত-বিরাট ছাড়াই রাজকোটে তিন ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিপক্ষে তিন ম্যাচের সীমিত ওভারের সিরিজে খেলবেন না বলে জানা গেছে। রাজকোটে ১৩, ১৬ ও ১৯ নভেম্বর দিন-রাতের ফরম্যাটে অনুষ্ঠিত হবে তিনটি একদিনের ম্যাচ, যেখানে ভারত ‘এ’ দল অংশ নেবে।  

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) খুব শিগগিরই ভারত ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করবে। সূত্রে জানা গেছে, নির্বাচকরা এই সিরিজে কিছু বিশেষ পরিকল্পনা করছেন এবং এই ম্যাচগুলোতে রোহিত ও বিরাটকে না রাখার সিদ্ধান্তই নিতে পারেন।

অস্ট্রেলিয়ার মাটিতে সাম্প্রতিক তিন ম্যাচের একদিনের সিরিজে দুই অভিজ্ঞ তারকা দারুণ পারফর্ম করেছিলেন। রোহিত শর্মা সিরিজসেরা হয়েছিলেন—প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচে ৭৩ ও অপরাজিত ১২১ রানের ইনিংস খেলে ভারতকে সিরিজ জেতান। বিরাট কোহলিও তৃতীয় ম্যাচে ৭৪ অপরাজিত রানের ইনিংস খেলে ফর্মে ফেরেন। তাদের এই পারফরম্যান্সই সম্ভবত নির্বাচকদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

বর্তমানে রিষভ পন্তের নেতৃত্বে ভারত ‘এ’ দল বেঙ্গালুরুর সিওই-তে দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিপক্ষে দুই ম্যাচের লাল বলের সিরিজ খেলছে। প্রথম চার দিনের ম্যাচে জয় পেয়েছে ভারত ‘এ’; দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৬ নভেম্বর।

এরপর নির্বাচকরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করবেন। আশা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট স্কোয়াড থেকে খুব বেশি পরিবর্তন হবে না—শুধু এন জগদীশনের পরিবর্তে রিষভ পন্ত ফিরবেন মূল দলে।

টেস্ট সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায় (১৪–১৮ নভেম্বর) এবং গুয়াহাটিতে (২২–২৬ নভেম্বর)। এরপর আটটি সীমিত ওভারের ম্যাচ, যার মধ্যে তিনটি একদিনের ম্যাচও রয়েছে—সেই সিরিজেই রোহিত শর্মা ও বিরাট কোহলি দলের নেতৃত্বে ফিরবেন বলে নিশ্চিত সূত্রে জানা গেছে।

Exit mobile version