Site icon janatar kalam

স্পষ্টিকরণ দাবী করেছে টিএসইউ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংবাদপত্রে প্রকাশিত খবরের সততা যাচাই ও স্পষ্টিকরণ চেয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কাছে এক ডেপুটেশন প্রদান করেছে টি এস ইউ ছাত্র সংগঠন। খবরে নাকি প্রকাশিত হয়েছিল বোর্ডের পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে ককবরক লিখলেই এফ আই আর দায়ের করা হবে থানায়।

তার সততা যাচাই করতে বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে একটি ডেপুটেশন দিয়েছে টি এস ইউ। তাদের বক্তব্য মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্টিকরণ দিতে হবে কেন এই ঘোষণা দেওয়া হয়েছে। নতুবা ছাত্র-ছাত্রীদের আন্দোলন লাগাতর জারি থাকবে।

 

 

 

 

Exit mobile version