রেল পুলিশ ও আরপিএফের যৌথ অভিযানে তল্লাশি চালিয়েছে প্রায় ৩৫০ বোতল এস্কাফ উদ্ধার
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা রেল স্টেশনে জি আর পি এবং আর পি এফ যৌথ অভিযান চালিয়ে ৩৫০ বোতল কফ সিরাপ উদ্ধার করে। তবে ওই নেশা সামগ্রীর মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান জি আরপি থানার ওসি তাপস দাস। সোমবার রাতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় রেল পুলিশ।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওসি বলেন, সোমবার রাতে আগরতলা রেল স্টেশনে রুটিন চেকআপের সময় আগরতলা সরকারি রেল পুলিশ ও আরপিএফ যৌথভাবে তল্লাশি চালিয়েছে। অভিযানে প্রায় ৩৫০ বোতল বেআইনি কফ সিরাপ এস্কাফ উদ্ধার হয়।
তবে এই নেশা সামগ্রীর মালিকের খোঁজ পাওয়া যায়নি। হয়তো পুলিশ দেখে পালিয়ে যায় বলে প্রাথমিক ধারণা। ওই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত চালিয়েছে। ওসি জানান, কালো বাজারে এই কফ সিরাগ প্রতি বোতল ৫০০ টাকা করে বিক্রি হয়। উল্লেখ্য কিছু দিন পর পরেই আগরতলা রেল স্টেশনে নানা রকম নেশা সামন্ত্রী সহ নেশা কারবারিরা পুলিশের জালে ধরা পড়ছে।