জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেলে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির । রেল লাইনের উপর মাথা কাটা অবস্থায়, দেহ আলাদা দেখতে পায় পথ চলতি মানুষ । এলাকার জনগণ মৃত দেহ সনাক্ত করে খবর দেয় মৃত ব্যক্তির বাড়ির লোকজনদের । কিভাবে ঘটলো এই ঘটনা এনিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে পরিবারের মধ্যে। জানা যায়, মৃত ব্যক্তির নাম রবীন্দ্র দেবনাথ। বাড়ি শান্তির বাজার লটুয়াটিলা এলাকায়। রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ঋষ্যমুখ রতনপুর রেল লাইনের উপর । খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই রেল লাইনের উপর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বিলোনিয়া হাসপাতালে ময়নাতদন্ত করা হয় মৃত দেহটির । তারপরেই তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এদিকে এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে পরিবারের লোকজনদের মধ্যে। প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিল দোকানে যাবে বলে। রাতে আর বাড়ি ফেরা হল না রবীন্দ্রের। ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা এ নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন।