Site icon janatar kalam

রেলস্টেশন থেকে দুই যুবক আটক, ৪ কেজি গাঁজা উদ্ধার — এনডিপিএস আইনে মামলা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-বহিঃরাজ্যে গাঁজা পাচারের উদ্দেশ্যে আগরতলা রেলস্টেশনে আসতেই দু’জন যুবককে আটক করল জিআরপি থানার পুলিশ। সোমবার রাতে পরিচালিত বিশেষ অভিযানে ধরা পড়ে আমতলীর রাজেস্বরীনগরের প্রণয় দাস এবং বিলোনিয়ার সারাসীমা এলাকার পরাগ সরকার। তাদের কাছ থেকে প্রায় ৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে রেল পুলিশ।

জিআরপি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি ও আরপিএফ যৌথভাবে অভিযান চালায়। স্টেশনে পৌঁছানোর পর সন্দেহভাজন দু’জনকে জেরা করা হলে তাদের ব্যাগ থেকেই উদ্ধার হয় গাঁজার প্যাকেট। জোর জিজ্ঞাসাবাদে উঠে আসে, বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যেই তারা বিপুল পরিমাণ মাদক নিয়ে স্টেশনে এসেছিল।

ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে মঙ্গলবার আদালতে তোলা হয়েছে।

প্রসঙ্গত, রেলপথকে গাঁজা পাচারের নিরাপদ মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করছে পাচারচক্র। মাঝেমধ্যে রেল পুলিশের সাফল্য মিললেও রাজ্য থেকে প্রতিদিনই উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা বহিঃরাজ্যে পাচার হচ্ছে বলে অভিযোগ উঠছে। ফলে মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Exit mobile version