Site icon janatar kalam

রেলপথ, পিডিএস, উনাকোটি ও আগর শিল্পে জোর — প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ফলপ্রসূ আলোচনা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-নয়াদিল্লিতে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। সাক্ষাৎ শেষে মুখ্যমন্ত্রী এক্স (Twitter)-এ জানান, ত্রিপুরাকে “বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত” গড়ার লক্ষ্যে রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে একাধিক রূপান্তরমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

মুখ্যমন্ত্রী জানান, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের চলমান উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রের সহায়তা কামনা করেন। আলোচ্য বিষয়গুলির মধ্যে ছিল—

 

✅ ব্রু-রিয়াং জনগোষ্ঠীকে NFSA (জাতীয় খাদ্য নিরাপত্তা আইন) স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করা।

✅ ত্রিপুরার পিডিএস ব্যবস্থায় গম বরাদ্দ বৃদ্ধি।

✅ রাজ্যের রেলপথের ডাবল-লেনিং প্রকল্প দ্রুত সম্পন্ন করা।

✅ আগরতলা-গuwahati রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালুর দাবি।

✅ বহিঃসহায়ক প্রকল্পের (EAPs) তহবিলের সীমা বৃদ্ধি।

✅ রাজ্যে ১৫টি নতুন একলব্য মডেল আবাসিক বিদ্যালয় (EMRS) স্থাপনের প্রস্তাব।

✅ ত্রিপুরার বিখ্যাত সুগন্ধি কাঠ শিল্পকে এগিয়ে নিতে ‘আগর বোর্ড’ ও গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব।

✅ ইউনেস্কো হেরিটেজ তালিকাভুক্তির লক্ষ্যে উনাকোটি তীর্থক্ষেত্রের টেকসই উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা।

মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সহযোগিতা ও দিকনির্দেশনা ত্রিপুরাকে আরও উন্নত ও আত্মনির্ভর রাজ্যে পরিণত করতে সহায়ক হবে।”

Exit mobile version