জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেগায় শ্রমিক স্বার্থ বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এবং রেগায় বছরে ২০০দিন কাজ ও দৈনিক মজুরি ৬০০ টাকা বৃদ্ধির দাবিতে বিক্ষোভে শামিল হয়েছে ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন । এদিন আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের সিটি সেন্টারের সামনে এসে জমায়েতে মিলিত হয় । এখানে ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রমিক স্বার্থে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে । পাশাপাশি জোরালো দাবি জানিয়েছে রেগার মজুরি বৃদ্ধি করে যাতে ৬০০ টাকা করা হয় । কৃষক নেতৃবৃন্দের বক্তব্য অবিলম্বে যদি রাজ্য সরকার মজুরি বৃদ্ধি করতে সচেষ্ট না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে ।