জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ৫ই সেপ্টেম্বর বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হতে চলছে। আর সেই উপনির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে বক্সনগর সমরস্মৃতি মিলনায়তন মাঠে দলের মহিলা মোর্চার সভায় আলোচনা রাখেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী এবং মুখ্যনমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনে আলোচনা রাখতে গিয়ে মহিলাদের উদ্দেশ্য করে মুখ্যগমন্ত্রী বলেন, রাজ্যন সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের ৩৩ শতাংশ রিজার্ভেশন করা হয়েছে, তিন তালাক প্রথা বিলোপ করা হয়েছে, ৩৭০ ধারা বিলুপ্ত করা হয়েছে, রাজ্যে্ স্বসহায়ক দল চার হাজার থেকে বেড়ে পঞ্চাশ হাজারে বৃদ্ধি হয়েছে।এগুলি মাথায় রাখতে হবে।মুখ্যমন্ত্রী বলেছেন যখন বাড়ি বাড়ি জনসম্পর্কে যান, তখন মহিলাদের থেকে বিপুল সাড়া লক্ষ্যখ পান।আগামী ৫ই সেপ্টেম্বর বক্সনগর থেকে দলের মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেনকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়ে উন্নয়নের গতিকে আরও তরান্বিত করতে সকলের নিকট তিনি আহ্বান রাখেন।বক্সনগরে অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগদান এদিনও অব্যাহত ছিল।