জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেকর্ড ভোটে পশ্চিম লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থীকে জয়ী করাই লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই ময়দানে নেমেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। আর তাই পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতে মণ্ডল স্তরের বিভিন্ন পদাধিকারীদের নিয়ে মতবিনিময় সভা হয় মজলিশপুর বিধানসভা কেন্দ্রে। বৃহস্পতিবার থেকেই এই কর্মসূচী শুরু করেছেন প্রার্থী বিপ্লব কুমার দেব।
বিজেপি মজলিশপুর মণ্ডলের উদ্যোগে রানীরবাজার গীতাঞ্জলী হলে হয় সাংগঠনিক বৈঠক। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, সদর গ্রামীণ জেলা সভাপতি, মজলিশপুর মণ্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা। বৈঠক নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পশ্চিম লোকসভা আসনের অধীনে রয়েছে ৩০ টি বিধানসভা কেন্দ্র। দলের নির্দেশেই মজলিশপুর কেন্দ্রে হয় মতবিনিময় সভা এদিন।
এই বৈঠক দিয়েই সাংগঠনিক বৈঠকের সূচনা করলেন বিপ্লব দেব। যার হাত ধরে ২০১৮ সালে ঐতিহাসিক পরিবর্তন আসে ত্রিপুরায়। সুশান্ত চৌধুরী বলেন, নরেন্দ্র মোদীকে দেশে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তৈরির করার সংকল্প নেওয়া হয়েছে। দুটি লোকসভা আসনেই বিজেপি প্রার্থীদের জয়ী করে মোদীজীকে উপহার দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে দেড় মাস কর্মসূচী চলবে।