Site icon janatar kalam

রীতি মেনে তিথি অনুযায়ী শনিবার রাজধানীর দুর্গা বাড়িতে হয় দশমী পুজা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রথা মেনে বিশুদ্ধ পঞ্জিকা মতে রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে হল দশমী পূজা। রীতি মেনে তিথি অনুযায়ী শনিবার রাজধানীর দুর্গা বাড়িতে হয় দশমী পুজা। এদিন সকালে দুর্গা বাড়িতে হয় দশমী পূজা। পুজা শেষে মায়ের দর্পণ বিসর্জন দেওয়া হয়। দুর্গা বাড়ির পুরোহিত জানান এদিন সকালে প্রথমে মায়ের অধিক নবমী তিথির পূজা হয়েছে।

তারপর বলিদান পর্ব ও হোম যজ্ঞ হয়েছে। হোম যজ্ঞ শেষে মাকে ভোগ দেওয়া হয়। তারপর হয় আরতি। আরতি শেষে দশমী পূজা সম্পন্ন হয়। এর পরে দর্পণ বিসর্জন দেওয়া হয়। সকাল ৯ টা ৩০ মিনিটে ঘট চলে যায় রাজবাড়িতে। নারায়ন চলে যায় লক্ষ্মীনারায়ন বাড়িতে।

সন্ধ্যা ৬ টায় আরতী শেষে শুরু হবে দশমী যাত্রা। রাষ্ট্রীয় সেলামী সহকারে দুর্গা মা বাইরে বের হবেন। শহর পরিক্রমা করে দশমীঘাটে চলে যাবে প্রতিমা। সেখানে গঙ্গা পূজা শেষে মায়ের নিরঞ্জন পর্ব সম্পন্ন হবে। প্রতিবছর দুর্গা বাড়ির মায়ের দশমী দেখতে প্রচুর মানুষ ভিড় করেন।

Exit mobile version