Site icon janatar kalam

“রিচা সমগ্র দেশের গর্ব”— বিশ্বজয়ী দলের প্রশংসায় বিপ্লব দেব

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম কৃতি খেলোয়াড় রিচা ঘোষকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিপ্লব দেব বলেন, “রিচা ঘোষ শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, সমগ্র ভারতবাসীর গর্ব। তাঁর অসাধারণ পারফরম্যান্স গোটা দেশকে গর্বিত করেছে।” তিনি রিচার মাধ্যমে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকেও শুভেচ্ছা জানান।

সাংসদ আরও বলেন, “রিচার আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত ও উজ্জ্বল হোক—এই কামনা করি। ”রিচা ঘোষের নেতৃত্বে ভারতীয় মহিলা দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে দেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে।

Exit mobile version