জনতার কলম ওয়েবডেস্ক :- বিহার নির্বাচনের প্রচারে এসে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার এক জনসভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বিহারে বিজেপি ও জনতা দল (ইউ)–এর পক্ষে সুনামির মতো পরিবেশ তৈরি হয়েছে। বিজেপি, জেডিইউ এবং আমাদের সব মিত্র দল একসঙ্গে ক্ষমতায় আসছে।”
রাহুল গান্ধীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে হিমন্ত বলেন, “রাহুল গান্ধী দেশের শত্রু। দেশের শত্রুরাই ওকে রোপণ করেছে—বিচারব্যবস্থা দুর্বল করো, সেনাবাহিনী দুর্বল করো, সমাজে বিভাজন তৈরি করো—এই হচ্ছে তাদের নীতি। ওর ‘১০ শতাংশ’ মন্তব্য একেবারেই দেশদ্রোহী। এটি দেশের সেই সব সৈনিকদের প্রতি অপমান, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। রাহুল গান্ধী আজেবাজে কথা বলেন, দেশবিরোধী মন্তব্য করেন। আমাদের ভাবা উচিত, কেন তিনি বারবার বিদেশে যান—সরকারের উচিত এ নিয়ে তদন্ত করা।”
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও কটাক্ষ করেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “তেজস্বী যখন উপমুখ্যমন্ত্রী ছিলেন, তখন কি তিনি কোনও মহিলার অ্যাকাউন্টে তিন টাকা পর্যন্ত জমা দিয়েছিলেন? ক্ষমতায় থাকা অবস্থায় তিন টাকা দেননি, আর এখন ত্রিশ হাজারের কথা বলছেন!”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র কটাক্ষ করেন তিনি। হিমন্তের বক্তব্য, “আসামে এনআরসি হয়েছে, কিন্তু বাংলায় হয়নি। যারা এনআরসি চায় না, তারা কার্যত বাংলাদেশের ভোটেই বাঁচে, খায়, চলে।”
বিহারের ভোটময়দানে হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যে রাজনৈতিক তাপমাত্রা আরও বেড়েছে। বিজেপি শিবিরে তাঁর বক্তৃতা উজ্জীবন জুগিয়েছে বলেই মনে করছেন দলের স্থানীয় নেতারা, অন্যদিকে বিরোধীরা তাঁর ভাষাকে ‘উস্কানিমূলক’ বলে আক্রমণ শানিয়েছে।

