Site icon janatar kalam

রাহুল গান্ধীর নাগরিকত্ব মামলা, আবেদন খারিজ করল হাইকোর্ট

জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে দায়ের করা আবেদনের শুনানি করে। হাইকোর্ট এই আবেদনটি খারিজ করেছে। আদালত আবেদনকারী এস ভিগনেশ শিশিরকে অন্যান্য আইনি বিকল্প গ্রহণের স্বাধীনতা দিয়েছে। এর আগে গত শুনানিতে, হাইকোর্ট ১০ দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত প্রতিবেদন চেয়েছিল।

হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে আবেদনকারীর দায়ের করা আবেদনটি ১০ দিনের মধ্যে খারিজ করার নির্দেশ দিয়েছিল। গত শুনানিতে কেন্দ্রীয় সরকার একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করেছিল। সোমবার কেন্দ্রীয় সরকারের জবাব দাখিল করার কথা ছিল।

সোমবার শুনানির পর বিচারপতি এ আর মাসুদি এবং বিচারপতি রাজীব সিং-এর ডিভিশন বেঞ্চ বলেছে যে, আবেদনকারীর অভিযোগ খারিজের জন্য কেন্দ্রীয় সরকার কোনও সময়সীমা দিতে পারছে না, এমন পরিস্থিতিতে এই আবেদনটি বিচারাধীন রাখার কোনও যুক্তি নেই। আদালত আবেদনকারীকে বলেছে যে তিনি অন্যান্য বিকল্প আইনি প্রতিকার গ্রহণ করতে পারেন।

Exit mobile version