Site icon janatar kalam

রাহুল গান্ধীকে আক্রমণ করে নির্বাচন কমিশনের পক্ষে ২৭২ বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের ২৭২ জন বিশিষ্ট নাগরিক—যাদের মধ্যে আছেন ১৬ জন বিচারপতি, ১৪ জন রাষ্ট্রদূতসহ ১২৩ জন অবসরপ্রাপ্ত আমলা এবং ১৩৩ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা—এক খোলা চিঠিতে কংগ্রেস পার্টি ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, কংগ্রেস সংবিধানিক প্রতিষ্ঠান, বিশেষ করে ভারতের নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

চিঠিতে তাঁরা জোর দিয়ে লেখেন, দেশের নাগরিকদের উচিত নির্বাচন কমিশনের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো—চাটুকারিতার জন্য নয়, বরং বিশ্বাসের কারণে। রাজনৈতিক নেতাদের উদ্দেশে তাঁরা বলেন, ভিত্তিহীন অভিযোগ তুলে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করা ঠিক নয় এবং সমাজকে এ ধরনের আচরণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সিভিল সোসাইটি ভারতের সশস্ত্র বাহিনী, বিচারব্যবস্থা, কার্যনির্বাহী শাখা এবং বিশেষভাবে নির্বাচন কমিশনের প্রতি তাদের অটুট বিশ্বাস পুনর্ব্যক্ত করছে। গণতন্ত্র রক্ষার দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানগুলোর সততা ও ভূমিকার প্রতি আস্থা রাখার আহ্বান জানান তাঁরা।

Exit mobile version