জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দাবি আদায়ে রাস্তা অবরোধ রাজ্যে এখন ট্রেডিশনে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকায় চলমান সমস্যা সমাধানের দাবিতে রাস্তা অবরোধে সামিল হচ্ছেন দলমত নির্বিশেষে একাংশের মানুষ। আবারো তা প্রত্যক্ষ করা গেল জাম্বুরা গ্রামপঞ্চায়েতের পূর্বগণকী এলাকায়। এই এলাকার চলাচলের রাস্তাটি বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাতে জটিল সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় প্রধান সুশান্ত দেবনাথ এবং প্রশাসনের কর্মকর্তাদের কাছে বারবার দাবি জানিয়েও রাস্তা সংস্কার হয় নি। তাই জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের ভুক্তভোগী জনগণ নিরুপায় হয়ে বুধবার সকাল নয়টায় খোয়াই চাম্পাহাওর সড়ক অবরোধ করে। আর এই ব্যস্ততম রাস্তা অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। দীর্ঘ পাঁচ বছর ধরে রাস্তা মেরামত হচ্ছে না। গ্রাম পঞ্চায়েত প্রধান ও কর্তৃপক্ষ থেকে শুরু করে নেতৃত্বদের কাছেই এলাকাবাসীরা বারবার অতি প্রয়োজনীয় রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।আর তাতেই স্থানীয়দের রাস্তার দুর্ভোগ পোহাতে হচ্ছে। এহেন পরিস্থিতিতে ধৈর্যের বাঁধ ভেঙ্গে ভেঙে যাওয়ায় রাস্তা সংস্কারের দাবিতে এবার সংঘবদ্ধ ভাবে গ্রামবাসীরা গুরুত্বপূর্ণ সময়ে সড়ক অবরোধ করেন। ভুক্তভোগী জনগণের রাস্তা অবরোধের ফলে দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। এতে করে স্বাভাবিকভাবেই ব্যাহত হয় যান চলাচল। আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনের কর্মকর্তারা। তারা আন্দোলনকারীদের সাথে কথা বলে শীঘ্রই বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় গ্রামবাসী।