Site icon janatar kalam

রাস্তা নির্মাণে সীমাহীন দুর্নীতির অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ !

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাস্তারমাথা থেকে কমলাসাগর কসবেশ্বরী মন্দির পর্যন্ত হাইওয়ে সড়ক নির্মাণে সীমাহীন দুর্নীতির অভিযোগ। অভিযোগের তীর রাজ্যের খ্যাতনামা কন্ট্রাকক্টার দেবাশীষ দাস কনস্ট্রাকশনের বিরুদ্ধে। সোমবার সকালে স্থানীয়দের তরফে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

নিম্নমানের কাজের এই অভিযোগ জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে। নিম্নমানের কাজ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। জানা যায় , কমলাসাগর মাতা কসবেশ্বরী মন্দিরে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল থাকার পর এবারে এই রাস্তাটিকে রাস্তারমাথা থেকে মায়ের মন্দির পর্যন্ত অত্যাধুনিক করার কাজে হাত দেওয়া হয়।

যার অঙ্গ হিসাবে রাস্তার বিভিন্ন অংশে চলছে উন্নত মানের কালবার্ট নির্মাণের কাজ। কিন্তু এলাকাবাসীর অভিযোগ এসমস্ত কালবার্ট নির্মাণে নিম্ন থেকে নিম্ন মানের উপাদান ব্যবহার করা হচ্ছে। যার কারণে নির্মাণ কাজের বিরুদ্ধে ক্ষোভ জমছে স্থানীয়দের।

এদিন এলাকার মানুষ কালবার্ট নির্মাণের স্থানে এসে নিম্নমানের কাজের বিষয় লক্ষ করে ক্ষোভ জাহির করেন। একইসাথে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিধায়িকার উপরও ক্ষোভ জাহির করেন এলাকার মানুষ।

Exit mobile version