জনতার কলম ওয়েবডেস্ক :- আজ সকালে রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলের নিকটে একটি প্রবল ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪ এবং এটি পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১১১ কিলোমিটার দূরে, ৩৯.৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পের পরে, কামচাটকা অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে।
এদিকে, জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির তথ্য উদ্ধৃত করে জাপানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, এই ভূমিকম্প জাপানের উপকূলে সামান্য জলোচ্ছ্বাস সৃষ্টি করতে পারে, তবে দেশের কোনো স্থানে কোনো ধরণের ক্ষতির আশঙ্কা নেই। স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।