জনতার কলম ওয়েবডেস্ক :- রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ক্রমশই ভয়াবহ হয়ে উঠেছে। ইউক্রেন জুড়ে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। এবার রাশিয়ান বাহিনীর তরফে ফের ইউক্রেনের খেরসনে হামলা চালানো হয়েছে। খেরসনের কেন্দ্রীয় অংশে গোলাবর্ষণ চালিয়েছে রাশিয়ান বাহিনী। হামলার ফলে একজন নিহত হয়েছেন।এছাড়াও আহত হয়েছেন একজন। তিনি বর্তমানে চিকিত্সাধীন রয়েছেন। হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।