Site icon janatar kalam

রামনগরে এয়ার ট্রাভেলস এর দোকানে ঢুকে চুরি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইদানিং রাজ্যে চুরির দলের দৌরাত্ম বেড়ে গিয়েছে , বাড়িঘর থেকে শুরু করে অফিস আদালত , এমনকি দেবতালয় ও বাদ যায়নি চুরেদের হাত থেকে। প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট নয় সাধারণ জনগণ, কচি মাথাদের পাকড়াও করতে পারলে চুরদের সর্দারকে জালে তুলতে এখনো সক্ষম হয়নি রাজ্যের পুলিশ প্রশাসন। যার ফলে একপ্রকার পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেদের দৌরাত্ম বাড়িয়েই চলেছে চুরির দল, এমনই আবার একটি ঘটনা সামনে এলো জানা যায় গতকাল আনুমানিক ৬ টায় রামনগর ১ স্থিত সায়ন্তন দেবের বাড়ির মধ্যে থাকা এয়ার ট্রাভেলস এর দোকানে ঢুকে কেশের মধ্যে থাকা প্রায় ১৫০০ টাকা নিয়ে যায় চোর।বাড়ির মালিক সায়ন্তন দেব পুলিশের উপর এক রাশ ক্ষোভ উগরে দেন,বাড়ির মালিক জানান পুলিশ কে ফোন করার পর পুলিশ জানান তাদের কাছে পর্যাপ্ত থানার গাড়ি নেই তাই আসতে দেরি হবে, যথারীতি পুলিশ ঘটনাস্থলে সময়ের অনেক পরেই আসেন। কিন্তু এখনো পর্যন্ত সিসি টিভির ফুটেজ থাকার পরেও চোরকে ধরতে অক্ষম রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ বাবুরা।

Exit mobile version