Site icon janatar kalam

রামনগরের চুরি কাণ্ডে পুলিশি তৎপরতায় উদ্ধার চুরি সামগ্রী, গ্রেপ্তার তিনজন

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- রামনগর ৪নং রোডে অবস্থিত মা ত্রিপুরেশ্বরী স্টোরে গত ২২ আগস্ট রাতে ঘটে চুরি। দোকান থেকে সিগারেটসহ নানান মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া হয়। চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

ওসি রানা চ্যাটার্জির তত্ত্বাবধানে বিশেষ পুলিশ টিম দ্রুত তদন্ত শুরু করে। তল্লাশি ও অনুসন্ধানের ফলস্বরূপ পুলিশ গতকাল রাতে তিন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধরা পড়া অপরাধীদের নাম— গৌতম সরকার, রাজু বিশ্বাস ও প্রীতম শীল। তাদের কাছ থেকে চুরি হওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও একজন জড়িত আছে। তাকে গ্রেপ্তারের জন্য এখন বিশেষ অভিযান চালানো হচ্ছে।

এসডিপিও দেবপ্রসাদ রায় সাংবাদিকদের জানান, “পুলিশের তৎপরতা এবং দ্রুত অনুসন্ধানের কারণে মাত্র কয়েক দিনের মধ্যে চুরি কাণ্ড উদঘাটন সম্ভব হয়েছে। আমরা আশাবাদী, খুব শিগগিরই বাকি অপরাধীও ধরা পড়বে।”

স্থানীয়রা পুলিশি তৎপরতাকে স্বাগত জানাচ্ছেন এবং বলছেন, “এভাবে নিরাপত্তার অনুভূতি বাড়ানোয় আমরা শান্তি অনুভব করছি।”এদিকে, এই ঘটনার দ্রুত সমাধান স্থানীয়দের মধ্যে আস্থা বাড়িয়েছে এবং প্রশাসনের দক্ষতার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে।

Exit mobile version