Site icon janatar kalam

রাতের রাজধানীতে ফের দুর্ঘটনায় আহত একজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাতের আগরতলা যেন ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। প্রায়শই ঘটে চলেছে রাতের রাজধানীতে পথ দুর্ঘটনা। রবিবার রাতে ফের দুর্ঘটনায় আহত একজন। বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এবার ঘটনা রাজধানীর বিদুরকর্তা চৌমুহনী এলাকায়।

অভিযোগ বেপরোয়া গতিতে একটি গাড়ি বিদুরকর্তা চৌমুহনীর দিক থেকে আস্তাবলের দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় একজন যাত্রী আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। আহত একজনকে জিবি হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শহরে ক্রমাগত যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বেগ ছড়িয়েছে। এভাবে যান দুর্ঘটনা বেড়ে যাওয়া নিয়ে এক পুলিশ আধিকারিককে জিজ্ঞেস করা হলে তিনি জানান, পুলিশের তরফে চেষ্টা চলছে তা প্রতিরোধ করার। কিন্তু মানুষের তরফে সচেতনতা প্রয়োজন।

Exit mobile version