জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরের আনন্দবাজার থানাধীন মধুবন এডিসি ভিলেজে সোমবার গভীর রাতে একটি রাবার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গুদামটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় গুদাম মালিকের প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে মধুবন এডিসি ভিলেজের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি রাবার গুদামে। ক্ষতিগ্রস্ত গুদামের মালিক প্রীতম চন্দ্র নাথ জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় কাজ শেষ করে তিনি স্থানীয় আনন্দবাজারে আয়োজিত হরিনাম সংকীর্তনে অংশ নেন। পরে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
রাত গভীর হওয়ার পর হঠাৎ গুদাম দিক থেকে আগুনের তীব্র আঁচ ও আলো লক্ষ্য করে তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। তখন দেখতে পান গুদামে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে তিনি ধর্মনগর দমকল বিভাগকে বিষয়টি জানান।
খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় প্রথম পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ধর্মনগর, কদমতলা ও পানিসাগর থেকে আরও দমকল ইঞ্জিন এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে গুদামটি এবং এর ভেতরে মজুত থাকা বিপুল পরিমাণ রাবার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে দমকল বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তর তদন্ত শুরু করেছে।
গুদাম মালিক প্রীতম চন্দ্র নাথ জানান, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

