জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাতের আঁধারে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে মারধর, টাকা লুট করার অভিযোগ উঠল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। ঘটনা জানিয়ে জিরানিয়া থানায় মামলা দায়ের। ঘটনাটি ঘটে ভদ্র মিসি পাড়ায়। অভিযোগ এলাকার রাজীব ও রাকেশ দেববর্মা দলবল নিয়ে বৃহস্পতিবার রাতে আক্রমণ করে স্থানীয় বাসিন্দা আবু তাহের মিয়ার বাড়িতে।
তাদের আক্রমণে বাড়ির মালিক ৭৫ বছরের বৃদ্ধ আবু তাহের মিয়া আহত হন। আরও অভিযোগ অভিযুক্তরা লুট করে নিয়ে যায় আবু তাহের মিয়ার বাড়ি থেকে ১০ লাখ টাকা। এই অর্থ সম্প্রতি নিজের জমি বিক্রি করে রেখেছিলেন আবু তাহের মিয়ার পরিবার।
ঘটনার পরে আহত ব্যক্তিকে রাতেই জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ প্রায়শই অভিযুক্তরা আবু তাহের মিয়ার বাড়িতে হামলার চেষ্টা করে। আক্রান্ত ব্যক্তির একটি জায়গাও দখল করার চেষ্টা করেছে অভিযুক্তরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।