জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী লাগোয়া সীমান্ত এলাকায় চুরি অব্যাহত। অভিযোগ রাতের আঁধারে আন্তঃরাষ্ট্র চোর চক্র গরু চুরি করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর রাতের বেলা টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন। ফের ঘটনা রাজধানী সংলগ্ন লঙ্কামুড়া এলাকায়।
অভিযোগ রবিবার গভীর রাতে স্থানীয় এক দরিদ্র গৃহস্থের বসত ঘরের দরজা বেঁধে গোয়াল ঘর থেকে একটি গর্ভবতী গরু নিয়ে যায় চোরের দল। রাতে অন্য গরু বাছুরের ডাক শুনে লোকজন ঘর থেকে বের হতে গেলে দেখেন বাইরে থেকে লাগানো।
বাড়ির লোকজন কোনক্রমে দরজা খুলে বের হন। তারা খোঁজাখুঁজি করে গরু না পেয়ে স্থানীয় বি এস এফের বি ও পিতে ঘটনা জানান। কিন্তু কোন হদিশ পাননি গরুর। এতে বাড়ির লোকজন হতাশ হয়ে পড়েন। কান্নায় ভেঙে পড়েন বাড়ির মহিলা।এদিকে ঘটনার খবর পেয়ে পুলিস গিয়ে লোক দেখানো তদন্তে নেমেছে।
কিছুদিন আগে লঙ্কমুড়া পাল পাড়ায় আরও এক বাড়িতে গরু চুরি হয়। অভিযোগ রাতের আঁধারে গরু চুরি করে বাংলাদেশে পাচার করা হয়। অভিযোগ এতে এপার- ওপারের চোর চক্র জড়িত থাকার সম্ভাবনা। ফের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা চাইছেন রাতের বেলা সীমান্তে বি এস এফের কঠোর নজরদারি।