Site icon janatar kalam

রাজ ভবন অভিযান সফল করার আহ্বান জানিয়ে বাইক মিছিল ও সভা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জন স্বার্থ সম্বলিত একাধিক দাবীর সমর্থনে আগামী ২৩ নভেম্বর রাজ ভবন অভিযানের ডাক দিয়েছে বামপন্থী ৭টি সংগঠন। এই কর্মসূচিকে সফল করে তুলতে বামপন্থী সাতটি গণসংগঠনের পক্ষ থেকে রাজ্যব্যাপী ব্যাপক প্রচার অভিযান চালানো হয়েছে । এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানী আগরতলায় একটি মাইক প্রচার ও বাইক রেলি সংঘটিত করা হয়।। রাজধানীর সিটি সেন্টারের সামনে থেকে এর উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক। উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা । এই অনুষ্ঠানে রাজভবন অভিযান সংক্রান্ত বিভিন্ন কারণগুলি তুলে ধরেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক। এদিন রেলিটি শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে।

 

 

Exit mobile version