Site icon janatar kalam

আটক ৭ ড্রাগস বিক্রেতা ,উদ্ধার নেশাসামগ্রীসহ ১৩ টি স্মার্টফোন

জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- একদিকে যেমন কোভিড -১৯ সাধারণ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ঠিক তেমনি অন্যদিকে ড্রাগস বিক্রেতারা যুব- সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বললেই চলে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-র নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে, নেশাবিরোধী অভিযানে নেমে তেলিয়ামুড়া থানার পুলিশ আবারও সাফল্য পেল । ঘটনার বিবরণে জানা যায়, সোমবার ফের একবার দুপুর আনুমানিক ২ টা নাগাদ নেশা ও ড্রাগস বিরোধী অভিযানে নামে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সহ তেলিয়ামুড়া থানার পুলিশবাবুরা । আজ এই ড্রাগস বিরোধী অভিযানে নেমে তেলিয়ামুড়া থানার পুলিশ আটক করে ৭ জন যুবককে । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সর্বমোট ১৩ টি স্মার্টফোন । পাশাপাশি উদ্ধার করা হয় ৭ কৌটো ড্রাগস, এবং ১৫ টি ড্রাগসের খালি কৌটো । উল্লেখ্য, আজ সোমবার দুপুর আনুমানিক ২ টা নাগাদ তেলিয়ামুড়ার কুখ্যাত দুই ড্রাগস বিক্রেতা সৌরভ কান্তি রায় ও অমিত রায় ড্রাগস বিক্রি করার জন্য নেতাজীনগর যায় । ঠিক তখনই এই দুই ড্রাগস বিক্রেতা যুবককে এলাকাবাসীরা উত্তম-মধ্যম দিতে শুরু করে । পরবর্তীতে তাদেরকে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পরবর্তীতে উক্ত ঘটনার শেষে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বি. জগদীশ্বর. রেড্ডি-র নেতৃত্বে তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশবাহিনী সহ ফের একবার আজ দুপুরেই তেলিয়ামুড়ার মাইগঙ্গা ও নেতাজীনগর এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আরও বাকি ৫ জন কুখ্যাত ড্রাগস ও নেশা বিক্রেতা যুবককে আটক করে । তেলিয়ামুড়া থানার পুলিশ তাদের কাছ থেকে নেশাদ্রব্য ড্রাগস সহ মোবাইল ফোন উদ্ধার করে । এই নেশা বিরোধী অভিযানে আটককৃত আরও ৫ জন কুখ্যাত নেশা বিক্রেতা যুবকরা হল :- জন দেববর্মা, মিঠন নমঃ, চিরঞ্জীব নমঃ, আইজার দেববর্মা, বিশ্বেশ্বর দেববর্মা ।

Exit mobile version