Site icon janatar kalam

আজ থেকে ৫০% শিক্ষক এবং ৫০% ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু স্কুল

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- দীর্ঘ ছয় মাস পরে রাজ্যের ছাত্র-ছাত্রীদের পঠন পাঠন এর কথা চিন্তা করে শিক্ষা দপ্তরের নির্দেশানুসারে আজ থেকে শুরু হল বিদ্যালয়ের পঠন পাঠনের প্রক্রিয়া। বিদ্যালয়ের পঠন পাঠন প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান শিক্ষা দপ্তরের গাইডলাইন অনুসারে 50% শিক্ষক এবং 50% ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয়েছে এই প্রক্রিয়া তাছাড়া তিনি আরো জানান এই প্রক্রিয়ার মধ্যে শুধু নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলেছে তাদেরকে নিয়ে এই প্রক্রিয়া।দীর্ঘদিন পরে নিজের ছেলেমেয়েদের নিয়ে স্কুলে আসা অভিভাবকদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে অভিভাবকরা জানান স্কুলের পঠন পাঠন শুরু হচ্ছে তাতে খুশি এরা কিন্তু ছাত্রছাত্রীরা স্কুলে আসতে হলে অভিভাবকদের বন সই দিয়ে বিদ্যালয়ে পাঠানোর প্রক্রিয়া কে নিয়ে তিক্ত অভিজ্ঞতা ব্যক্ত করলেন।মহামারী পরিস্থিতিতে বিদ্যালয়ে পঠন পাঠন প্রক্রিয়া শুরু কতটুকু কার্যকর হবে সেটাই দেখার অথচ নিরাপত্তার খাতিরে যা দরকার সে সমস্ত ব্যবস্থা থাকলেও অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের বিদ্যালয় পাঠানো নিয়ে কতটুকু সাড়া দেবেন সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version