জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আসন্ন এডিসি নির্বাচন বিজেপি জোট শরিক আইপিএফটির সেন্ট্রাল কমিটি মিটিংয়ে এডিসি নির্বাচনে ২৮ টি আসনে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনা করা হয়। সেদিনের বৈঠকে আইপিএফটি নেতৃত্ব রা তাদেরকে যদি তাদের মনের মত আসন দেওয়া হয় তবে এডিসি নির্বাচনে 28 টি আসনে আইপিএফটি দল একা লড়বে বলে ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন আইপিএফটি মুখপাত্র মঙ্গল দেববর্মা। এদিন তিনি আরো অভিযোগ করেন গত কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী আইপিএফটি দলকে নিয়ে যে বিভ্রান্তকর মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন।