Site icon janatar kalam

আজ থেকে শুরু হল রাজ্যের রেল পরিষেবা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- দেশব্যাপী মহামারী করোনাভাইরাস এর জেরে স্থগিত রাখা হয়েছিল রাজ্যে ও বহি রাজ্যে যাতায়াতে যান পরিষেবাগুলোকে যার ফলে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিল বহি রাজ্য থেকে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকরা, অসুবিধার সম্মুখীন হয়েছিল রাজ্যের মানুষ ও জারা বহি রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে অথবা উচ্চ শিক্ষা ক্ষেত্রে বহি রাজ্যে যাওয়া রাজ্যের জনগণ ও। সরকারের সহযোগিতায় বহি রাজ্যে থাকা মানুষগুলোকে রাজ্যে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। দীর্ঘ সমাস রাজ্যের রেল পরিষেবা বন্ধ থাকার পর আজ থেকে শুরু হলো ডেমো থেকে শুরু করে সাধারণ যাত্রীবাহী ট্রেন পরিষেবা। রাজধানী আগরতলা রেল স্টেশন গুলিতে দেখা গেল মানুষের সমাগম দীর্ঘদিন পর রেল পরিষেবা শুরু হওয়াতে খুশি সাধারণ মানুষ। এদিন দীর্ঘদিন পর রেল পরিষেবা শুরু হওয়া নিয়ে রেল দপ্তরে একজন আধিকারিক কে জিজ্ঞাসা করা হলে উনি জানান সরকারি নির্দেশিকা মেনে এই পরিষেবা কে কিভাবে মসৃণভাবে পরিচালিত করা যায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে। দীর্ঘদিন যাবৎ যে মহামারীর কারণে বন্ধ ছিল রেল পরিষেবা সেই পরিষেবা শুরু হওয়ার পর সংক্রমণে সংখ্যা বারবি কি না কমবে সেটাই প্রশ্ন অভিজ্ঞ মহলের। বলাবাহুল্য সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধার সম্মুখীন এর কথা চিন্তা করে সরকারের এই পদক্ষেপ কতটুকু যুক্তিযুক্ত সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version